দীর্ঘদিন ধরে শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছে রাজ্যের হাই স্কুলের পাস গ্র্যাজুয়েট শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংঠন বৃহ্ত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন। তারা টিজিটি স্কেল সহ্ একাধিক দাবিতে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে।
বিজিটিএর রাজ্য সভাপতি মাননীয় ধ্রুবপদ ঘোষাল বলেন, “আমরা পাস গ্র্যাজুয়েট টিচার্সরা দীর্ঘ দিন ধরে বঞ্চিত। সরকার কে বার বার জানালেও কর্নপাত করছে না। তাই আমরা আজ রাস্তায় নেমেছি। সরকার যদি শিক্ষকদের সাথে আলোচনায় বসে আমাদের দাবি মিটিয়ে নেয় তাহলে আমাদের রাস্তায় নামার প্রয়জন পড়েনা।”
শুক্রবার সৌরভ ক্রিকেট একাডেমির সামনে একটা জনসভা করা হয়। এর পর শিক্ষা মন্ত্রী, মধ্য শিক্ষা পর্ষদ, কমিশনার অব স্কুল এডুকেশনের দপ্তরে ডেপুটশন দেওয়া হয়। ওনারা বিষয় গুলি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। শিক্ষা মন্ত্রী একটি জরুরী মিটিংয়ে ব্যাস্ত ছিলেন তাই ওনার সাক্ষাত্ পাওয়া যায়নি।
সংঠনের মূল দাবি
১) বিদ্যালয় স্তরে প্রমোশন নীতি চালু করার পূর্বেই সর্বভারতীয় স্তরের সাথে সাযুজ্য রেখে পাস গ্র্যাজুয়েট শিক্ষকদের গ্রেড পে ৪৬০০ টাকা ধরে রোপা ২০১৯ এ পে স্কেল চেঞ্জ করতে হবে।
২) এছাড়া বিদ্যালয় শিক্ষকদের জন্য কেরিয়ার এডভান্সমেন্ট স্কিম ও ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম চালু করতে হবে।
৩) নবম দশমের যে সমস্ত শিক্ষকদের সার্ভিস কনফার্মেশন এখনো হয়নি দ্রুত সে সমস্যার সমাধান করতে হবে।
৪) ১০c ধারায় শিক্ষকদের দূরবর্তী জেলায় বদলি করা যাবে না।
বিজিটিএর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য বলেন “আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান করবে। ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে আমাদের ও খারাপ লাগছে। কিন্তু আমরা বাধ্য হচ্ছি। সরকার সদিচ্ছা দেখালে এমনটি হতো না “
একটি মন্তব্য পোস্ট করুন