Top News

সাতসকালে বাস দুর্ঘটনা সল্টলেকে, আহত ১০ যাত্রী


 সাতসকালে সল্টলেকের কলেজ মোড়ে দুটি বাসের রেষারেষিতে বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা! শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত অন্তত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। অভিযোগ, একই রুটের দু'টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেইসময়ই সিগন্যাল ভেঙে বাসটি এগোনোর চেষ্টা করতেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায় কেবি-১৬ রুটের একটি বাস।


সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি-১৬ রুটের দু'টি বাস পর পর আসছিল। কে এগিয়ে যেতে পারে, কে বেশি যাত্রী তুলতে পারে, সেই নিয়ে বাস দু'টির মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ের সিগন্যাল ভেঙে একটি বাস এগিয়ে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এর পর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। রেষারেষির কারণে বাসের গতি যথেষ্ট বেশি ছিল। সামনে থাকা মোটরবাইকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। বাসটি যে মোটরবাইকে ধাক্কা মেরেছে, তার দু'জন আরোহীও জখম হয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন