Top News

ইসরোর গ্লফ চিত্র প্রকাশ্যে, সিকিমের বিপর্যয় ঘিরে জল্পনা তুঙ্গে


ইসরোর গবেষণা প্রাপ্ত উপগ্ৰহ চিত্র


 সিকিমের দক্ষিণ লোনক লেক থেকে বিপুল জলরাশি কার্যত ঝাঁপিয়ে পড়েছে তিস্তা নদীর বুকে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় বিপর্যয় নেমে আসে। এই ধরনের ঘটনাকে ভূতত্ত্ববিদরা ‘গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’ (গ্লফ) বলে চিহ্নিত করেছেন। গ্লেসিয়ার বা হিমবাহের সঙ্গে যুক্ত লেক অতিরিক্ত জলের চাপ ধরে রাখতে না পারলে এরকমটা ঘটে। এর ফলে নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পও অন্যতম কারণ হতে পারে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্তা ডঃ শিখেন্দ্র দে বলেন, ‘বিভিন্ন কারণে এমনটা হতে পারে। বেশি মাত্রায় বৃষ্টি, হিমবাহ থেকে বরফের স্রোত নেমে আসা, এমনকী ভূমিকম্পের কারণেও ঘটতে পারে এমন ঘটনা। তবে আরও পর্যালোচনা না করে কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।’ 

নেপাল ভূমিকম্পের কারণে সিকিমের বিপর্যয় বলে মনে করছেন হায়দরাবাদের ন্যাশানাল রিমোট সেন্সিং সেন্টারের বিজ্ঞানীরা। ইসরোর বেশকিছু উপগ্রহচিত্র বিশ্লেষণ করে তাদের দাবি করেছে, গত ১৭ সেপ্টেম্বর মাপা আয়তনের তুলনায় লোনক লেক প্রায় ১০০ হেক্টর সঙ্কুচিত হয়ে গিয়েছে। তবে গত কয়েকদিন ধরে বেশি বৃষ্টিপাতের জেরে লেকে জলের চাপ বাড়তে পারে ,এই বিষয়ে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। 


Post a Comment

নবীনতর পূর্বতন