দুর্গাপুজো উপলক্ষ্য কলকাতায় গঙ্গা আরতি বন্ধ রাখা হচ্ছে। আগামী নয় দিনের জন্য গঙ্গা আরতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। মূলত, পুজোর ভিড় এবং প্রতিমা নিরঞ্জনের কারণেই গঙ্গা আরতির অনুষ্ঠান এ'কদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী জানা যাচ্ছে?কলকাতায় অন্যতম আকর্ষণ হল এই গঙ্গা আরতি।
বেনারস ঘাটের ন্যায় কলকাতার গঙ্গাতেও এই আরতি বন্দনার আয়োজন করা হয়। তবে পুজো উপলক্ষ্যে আগামী ৯ দিনের জন্য অর্থাত্ ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গঙ্গা আরতি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। বাজেকদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন চলবে। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হলে তবে আবার এই আরতি বন্দনা শুরু করা হবে।
কলকাতায় গঙ্গা আরতি
বেনারস ঘাটের ন্যায় কলকাতাতেও গঙ্গা আরতি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো কলকাতা পুরসভাকে এই আরতি বন্দনা করার নির্দেশ দেন তিনি। গত ২ মার্চ এই আরতি বন্দনার শুভ উদ্বোধন করা হয়। তারপর থেকেই নিয়মিত সূচি অনুযায়ী হয়ে আসছে বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে এই গঙ্গা বন্দনা। আপাতত পুজো পরিক্রমায় মেতেছে গোটা শহরের মানুষ। দুর্গা পুজোর হবে কার্নিভ্যাল ও নিরঞ্জন অনুষ্ঠান।
প্রতিদিন চলে গঙ্গা আরতি
শীতকালে সন্ধে ছ'টা থেকে সাতটা এবং গ্রীষ্মকালে সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত প্রতিদিন গঙ্গা আরতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফে। মেয়র পরিষদ সদস্য তারক সিং ও দেবাশিস কুমার বেরিয়ে পড়েন গঙ্গাঘাট প্রাথমিক ভাবে গঙ্গা আরতির জন্য জায়গা পরিদর্শন করেছিলেন। এরপর বাজেকদমতলা ঘাটে নিয়মিত এই আরতি অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় হয়ে আসছে।
নিমতলা, বাবুঘাট, বাজাকদমতলা ঘাট, বাগবাজার ঘাট এই পাঁচটি ঘাট চিহ্নিত করা হয়েছিল। গঙ্গাতীরে গঙ্গা আরতির সূচনার কলকাতার পর্যটন মানচিত্রও একটি বাড়তি মাত্রা যোগ করে। কলকাতা সহ শহরতলির পাশাপাশি, বাইরের প্রদেশের মানুষও এই গঙ্গা আরতি উপভোগ করেন নিয়মিত। আরতির জায়গা, দর্শকদের জায়গা, গঙ্গা মায়ের মন্দির সব নতুন করে সাজিয়ে তোলা হয়। মার্চ মাস থেকে নিয়মিত গঙ্গা বন্দনা শুরু করেন পুরোহিতরা। সন্ধ্যার পরেই ঘাটে ভিড় জমে দর্শনার্থীদের। তবে পুজোর কারণে এবং প্রতিমা নিরঞ্জনের বিষয় থাকার জন্য কোনও বিঘ্ন না ঘটে সেই কারণে আপাতত এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। নিরঞ্জন পর্ব মিটলেই আবার কলকাতার দর্শনার্থীদের জন্য চালু করে দেওয়া হবে এই গঙ্গা আরতি অনুষ্ঠান।
একটি মন্তব্য পোস্ট করুন