Top News

পুকুর থেকে নিখোঁজ দুই বালকের দেহ উদ্ধার

 

হাতিয়াড়া অঞ্চলে দীর্ঘদিনের বাসিন্দা দুই বালকের পরিবার।শোনা যায় শুক্রবার তাঁরা যখন নিখোঁজ হয় তখন তাদের মায়েরাও কাজে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়।


পরেরদিন শনিবার সকালে এলাকার একটি পুকুরে দুই বালকের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা সেটি দেখে পুলিশকে খবর দেন।


এবং পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে খবর- শুক্রবার দুপুরের থেকে নিখোঁজ ছিল ওই দুই বালক। মৃত বালক দুটির নাম রমজান আলি ও মহম্মদ শোয়েব। পুলিশ জানান যে ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোন মন্তব্য করা যাচ্ছেনা।তবে স্থানীয়দের কথা অনুযায়ী এমনও হতে পাড়ে যে এক জন পড়ে যাওয়ার পরে অন্য জন তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায়। অথচ তা কারও চোখে পড়ল না এমনটাও আন্দাজ করছেন পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন