স্মাতক স্তরে একাধিক বার ভর্তির সময়সূচি বাড়িয়েও আশাহত হলেন উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের বেশিরভাগ কলেজেই অসংখ্য আসন পূরন হয়নি। প্রথম দুই দফায় আসন পূরন না হওয়ায় সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলেছে। দপ্তরের রিপোর্ট সূত্রে জানা গেছে এখনও প্রায় ৪১ শতাংশ আসন ফাঁকা রয়েছে। এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর পর্যালোচনা করে জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রেই সংরক্ষিত আসন গুলি
পূরন হয়নি এবং পর্যাপ্ত সংখক আবেদন জমা পড়েনি।
পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ৪৪১ টি কলেজের মোট আসন প্রায় ৯ লক্ষ, এই বছর স্মাতক স্তরে ভর্তি হয়েছে ৫ লক্ষ ২০ হাজারের বেশি কিছু পড়ুয়া। নিউ আলিপুর কলেজ, সিটি কলেজ ছাড়াও প্রভৃতি কলেজ এই সমস্যার সম্মুখীন। অধ্যক্ষদের মতে, নয়া শিক্ষানীতি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। চার বছরের অর্নাস কোর্সে অধিকাংশ পড়ুয়ার আগ্ৰহ নেই। অন্যান্য বছরের তুলনায় ২০২৩ সালের কলেজে ভর্তির পরিসংখ্যান নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন উচ্চশিক্ষা দপ্তর।
একটি মন্তব্য পোস্ট করুন