হাইলাইটস
• ভাড়া বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ|
• বুধবার সকালে বিমানবন্দর থানা এলাকার কৈখালির সংহতি পার্কে এক আবাসনের একটি ফ্ল্যাটে ঘটনাটি
ঘটে |
• পুলিশ জানিয়েছে, মৃতার হাতের শিরা কাটা ছিল, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে |
রাজারহাট: ভাড়া বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হলো এক মহিলার রক্তাক্ত দেহ। বুধবার সকালে বিমানবন্দর থানা এলাকার কৈখালির সংহতি পার্কে এক আবাসনের একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রানি সুরানা (৪৫)। তাঁর হাতের শিরা কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই রানির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
ময়নাতদন্তের জন্য দেহ বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার আত্মীয়েরা জানিয়েছেন, অবসাদের কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন রানি। পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ফ্ল্যাটের দরজা কেন খোলা ছিল, তার জবাব মেলেনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
• পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৫-২০ বছর আগে রানি বার ডান্সার ছিলেন। স্থানীয় এক যুবককে বিয়েও করেছিলেন। বছর কয়েক আগে স্বামীর মৃত্যুর পরে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন শুরু করেন। লিভ-ইন পার্টনারের সঙ্গে কৈখালির ওই ফ্ল্যাটে ওঠেন তিনি। তাঁর লিভ-ইন পার্টনার বর্তমানে কাজের সূত্রে হায়দরাবাদে রয়েছেন।
রানির কোনও আয় ছিল না। পুলিশ মৃতার দুই ভাই এবং লিভ-ইন পার্টনারকে মৃত্যুর খবর জানিয়েছে। ফ্ল্যাটের মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি পুলিশকে জানিয়েছেন, রানি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার হাত কেটে, গলা কেটে আত্মহত্যার ভয় দেখিয়েছিলেন তিনি।
মঙ্গলবার রাতেও রানি নিজের হাত কেটে রিশার ঘরে এসেছিলেন। রিশা ভেবেছিলেন, আগের মতোই হয়তো আত্মহত্যার ভয় দেখাচ্ছেন। সকালে ফ্ল্যাট থেকে রক্ত গড়িয়ে আসতে দেখে তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। বাথরুমে রানির নগ্ন-রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন